বারবার হাঁচি আসছে? এই দেশি টোটকাগুলো কাজে দেবে

Published by: ABP Ananda
Image Source: freepik

শীতকালে প্রায়শই সর্দি-কাশিতে আক্রান্ত ব্যক্তিদের ঘন ঘন হাঁচি আসে

Image Source: freepik

হাঁচি আসা একটি সাধারণ সমস্যা, যা যে কোনও সময় আসতে পারে

Image Source: freepik

কিন্তু বার বার আসা হাঁচি হলে আপনি অস্বস্তিতে পড়তে পারেন

Image Source: freepik

এই পরিস্থিতিতে কিছু দেশি টোটকার সাহায্যে আপনি হাঁচি থেকে মুক্তি পেতে পারেন

Image Source: freepik

হাঁচি থেকে মুক্তি পেতে এক চামচ আদার রস খান

Image Source: freepik

এতে আধা চামচ গুড় মিশিয়ে দিনে দুই থেকে তিন বার খান

Image Source: freepik

হাঁচি থেকে মুক্তি পেতে এক গ্লাস গরম জলে এক চামচ মধু এবং আধা চামচ দারুচিনি মিশিয়ে পান করুন

Image Source: freepik

এছাড়াও এক গ্লাস জলে এক চামচ জোয়ান দিয়ে ফুটিয়ে নিন

Image Source: freepik

সামান্য গরম জলে মধু মিশিয়ে পান করলেও থামতে পারে হাঁচি

Image Source: freepik