চুল পড়ে যাওয়ায় মন মেজাজ খারাপ ?

অনেক কিছু ট্রাই করেও গজায়নি চুল।

হেয়ার ট্রান্সপ্ল্যান্টের কথা ভাবছেন ?

বিশেষজ্ঞের মতে, এর কিছু সমস্যা রয়েছে।

রক্তপাত হতে পারে সার্জারির পর।

সংক্রমণেরও আশঙ্কা থেকে যায়।

মূলত অপরিষ্কারে এটা হতে পারে।

সুগার বেশি থাকলে এটা করা ভুল হবে।

বিনা পরীক্ষায় এটা না করাই ভাল হবে।

তাই করার আগে ভাল করে ভেবে নিন।