শীতকালে আপনার চোখ দিয়ে অনবরত জল পড়ে?

বাইক চালালে বা দ্রুত গতিতে হাওয়া লাগলে চোখ ভিজে যায়?

ঠান্ডার সময়ে কনজাঙ্কটিভাইটিসের সমস্যাও ভোগায়

অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন ও রোদচশমা ব্যবহার করুন

চোখ ঢেকে রাখার চেষ্টা করুন, প্রয়োজনে ড্রপ ব্যবহার করুন

ল্যাপটপ, মোবাইলে টানা চোখ রাখবেন না, কাজের ক্ষেত্রেও মাঝে বিরতি দিন

মরশুমি ফল, শাক সব্জি, মাছ পর্যাপ্ত পরিমাণে খান

গরম স্যুপ, ডিটক্স পানীয় খেতে হবে, প্রচুর জল খান

চোখ পরিষ্কার রাখুন, ধূলোবালি জমতে দেবেন না

গরম কাপড় দিয়ে মাঝে মাঝে শেক দিন চোখে আলতো করে