শীতকাল আসা মানেই চুল নিয়ে চিন্তা।

তার উপর আবার বিয়ের মরশুম বলে কথা।

এদিকে এই সময়েই খুশকির সমস্যা বাড়ে।

তবে ঘরোয়া উপায়েই এই সমস্যার মুক্তি মিলবে।

এক টুকরো হলুদেই খুশকি বিদায় নিতে পারে।

কারণ হলুদে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান আছে।

রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্ল্যামাটোরি উপাদানও।

তাই হলুদ মাথা থেকে খুশকি দূর করতে সফল হয়।

শ্যাম্পুর আগে হলুদ গুড়ো মাথায় দিয়ে মাস্যাজ করুন।

এতেই খুশকি বিদায় নেবে, মাথার ত্বক পরিষ্কার হবে।