চুলের জন্য কোন তেল ব্যবহার করবেন

Published by: ABP Ananda
Image Source: pexels

ঘন, নরম এবং উজ্জ্বল চুল সবার সৌন্দর্য বৃদ্ধি করে।

Image Source: pexels

আজকের দ্রুতগতির জীবনে দূষণ ও মানসিক চাপের কারণে চুলের স্বাস্থ্যের ওপর সবচেয়ে বেশি প্রভাব পড়ে।

Image Source: pexels

চুল পড়া, খুশকি, শুষ্কতা এবং চুলের ডগা ফাটা এখন সাধারণ সমস্যা।

Image Source: pexels

এই পরিস্থিতিতে চুলের যত্ন নেওয়ার সবচেয়ে স্বাভাবিক ও কার্যকরী উপায় হল তেল লাগানো।

Image Source: pexels

আসুন, আপনাদের এমন কিছু তেলের বিষয়ে জানাই, যা চুলের গোড়া মজবুত ও সুন্দর করে।

Image Source: pexels

নারকেল তেলে থাকা লরিক অ্যাসিড চুলের গভীরে পুষ্টি যোগায় এবং তাদের ভাঙন থেকে রক্ষা করে।

Image Source: pexels

আমলকী তেল সাদা চুল কালো রাখতে সাহায্য করে।

Image Source: pexels

এছাড়াও, বাদাম তেল শুষ্ক ও কোঁকড়ানো চুলের জন্য একটি চমৎকার বিকল্প।

Image Source: pexels

তিলের তেল লাগালে নতুন চুল গজাতে সাহায্য করে। চুলের অন্য কোনও সমস্যা থাকলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন।

Image Source: pexels