সাধারণত হার্ট অ্যাটাককে বয়স্কদের রোগ হিসেবে মনে করা হয়।

Image Source: pixabay

কিন্তু এখন অল্প বয়সেও এই ঘটনা সামনে আসছে।

Image Source: pexels

ছোট বয়সে হার্ট অ্যাটাকের জন্য সবচেয়ে বেশি ভুল জীবনযাত্রা দায়ী।

Image Source: pexels

অতিরিক্ত জাঙ্ক ফুড খেলেও হাৰ্ট অ্যাটাকের আশঙ্কা বৃদ্ধি পায়।

Image Source: pexels

স্ট্রেস ও ঘুম সম্পূর্ণ না হলেও অল্প বয়সে হার্ট অ্যাটাক হয়।

Image Source: pexels

দীর্ঘক্ষণ বসে কাজ করার কারণেও এটি হয়ে থাকে।

Image Source: pexels

শারীরিক কার্যকলাপের অভাবেও হার্ট অ্যাটাক হয়।

Image Source: pexels

ছোট বয়সে স্থূলতার শিকার হলেও ঝুঁকি বাড়ে।

Image Source: pexels

ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ।

Image Source: pexels

এটি মেনে চলার আগে চিকিৎসকের পরামর্শ নিন।

Image Source: pexels