সকালের এই ৫ অভ্যাস কিডনি বিকল করতে পারে

Published by: ABP Ananda
Image Source: pexels

কিডনি আমাদের শরীরের ফিল্টার-এর মতো কাজ করে।

Image Source: pexels

প্রতিদিন প্রায় ২০০ লিটার রক্ত ​​পরিশোধন করে। শরীরের বর্জ্য পদার্থ ইউরিয়া ও অতিরিক্ত জল বের করে দেয়।

Image Source: pexels

কিন্তু আমাদের মধ্যে অনেকেই সকালে ঘুম থেকে উঠেই কিছু অভ্যাস করি, যা ধীরে ধীরে কিডনির ক্ষতি করে।

Image Source: pexels

আসুন, সকালে কোন ৫ টি অভ্যাস কিডনিকে অকেজো করতে পারে, সে সম্পর্কে জেনে নেওয়া যাক।

Image Source: pexels

ঘুম থেকে উঠলে শরীর জলশূন্য হয়ে যায়, ঘুম থেকে উঠেই জল পান না করলে কিডনির ওপর চাপ পরে।

Image Source: pexels

অনেকক্ষণ প্রস্রাব আটকে রাখলে, মূত্রনালীতে ব্যাকটেরিয়া বাড়তে শুরু করে।

Image Source: pexels

ক্যাফিন ডিহাইড্রেশন বাড়ায় যা কিডনির উপর চাপ সৃষ্টি করে

Image Source: pexels

সকালের জল-খাবার না খেলে রক্তে শর্করার পরিমাণ ও রক্তচাপ দুটোই প্রভাবিত হয়।

Image Source: pexels

সকাল বেলা বেশি নুন খাওয়া কিডনির ওপর বেশি চাপ সৃষ্টি করে।

Image Source: pexels