যদি বেশি সময় ধরে বসে থাকেন তবে শরীরের উপর কী প্রভাব পড়ে?

Published by: ABP Ananda
Image Source: pexels

আজকের আধুনিক জীবনশৈলীতে দীর্ঘক্ষণ বসে কাজ করাটা খুবই সাধারণ হয়ে দাঁড়িয়েছে।

Image Source: pexels

আপনি কি জানেন যে বেশি সময় বসে থাকা আপনার শরীরের জন্য কতটা ক্ষতিকর হতে পারে

Image Source: pexels

টানা বসে থাকার কারণে মেরুদণ্ডে চাপ পড়ে, যার ফলে স্লিপ ডিস্ক, পিঠের ব্যথার সমস্যা হতে পারে।

Image Source: pexels

বেঁকে বসে কাজ করার কারণে ঘাড় ও কাঁধের পেশিতে টান ধরে।

Image Source: pexels

অনেকক্ষণ বসে থাকার কারণে ক্যালোরি কম খরচ হয়, যার ফলে ওজন বাড়তে শুরু করে।

Image Source: pexels

এছাড়াও, বেশি সময় ধরে বসে থাকার কারণে রক্ত ​​প্রবাহ কমে যায় ও হৃদরোগের ঝুঁকি বাড়ে।

Image Source: pexels

যদি বেশি সময় ধরে বসে থাকেন তবে শরীরের ইনসুলিন প্রতিক্রিয়া কমে যায়, যার ফলে শর্করার মাত্রা বাড়তে পারে।

Image Source: pexels

বসে থাকার কারণে পেটে চাপ পড়ে ও গ্যাস, বদহজম-এর মতো সমস্যা হয়

Image Source: pexels

একই সঙ্গে পায়ের রক্ত ​​প্রবাহ কমে যাওয়ার কারণে ভেরিকোজ ভেইন ও ফোলাভাব হতে পারে।

Image Source: pexels