উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে তীব্র মাথা যন্ত্রণার কষ্টে ভুগতে পারেন আপনি। খুব অল্পেই মাথা ব্যথা শুরু হয়ে যেতে পারে আপনার।

সামান্য জোরে শব্দ, একটু বেশি আলো- এইসবেও শুরু হতে পারে মাথা যন্ত্রণা। আর এই সমস্যা ঘনঘন দেখা দিতে পারে উচ্চ রক্তচাপ থাকলে।

উচ্চ রক্তচাপের কারণে সমস্যায় পড়তে পারে আপনার দৃষ্টিশক্তি। চোখে দেখার ক্ষেত্রে অসুবিধা হতে পারে আপনার।

উচ্চ রক্তচাপের প্রভাবে চোখের মধ্যে থাকা রক্তনালীগুলি নষ্ট হয়ে যেতে পারে। তার ফলে আপনার দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যেতে পারে। আপনি দৃষ্টিশক্তি হারাতেও পারেন।

হাই ব্লাড প্রেশার বা হাইপারটেনশনের ক্ষেত্রে আচমকাই বেড়ে যেতে পারে আপনার হৃদস্পন্দন।



যদি বুঝতে পারেন মাঝে মাঝেই হৃদস্পন্দন আচমকা বৃদ্ধি পাচ্ছে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।



উচ্চ রক্তচাপের সমস্যা দেখা দিলে আপনার সারাক্ষণ ক্লান্তি, ঝিমানি অনুভব করবে। অল্প পরিশ্রমেই হাঁপিয়ে উঠবেন।

যাঁরা সর্বক্ষণ একটা ক্লান্তি কিংবা ঝিমানি, অবসন্ন ভাব অনুভব করছেন তাঁরা অবশ্যই রক্তচাপের মাত্রা মেপে নিন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন।

উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে শ্বাস-প্রশ্বাস নেওয়ার ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। হাঁপিয়ে যেতে পারেন আপনি।

উচ্চ রক্তচাপের কারণে ফুসফুসে ফ্লুইড জমে যেতে পারে। তার ফলে শ্বাস-প্রশ্বাস নেওয়ার ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে।