কোলেস্টেরলের পরিমাণ আমাদের শরীরে বৃদ্ধি পেলে বাড়ে স্ট্রেসের মাত্রাও।

কোলেস্টেরলের মাত্রা বাড়লে কর্টিসল নামল স্ট্রেস হরমোনের ক্ষরণের পরিমাণ বাড়ে। তার ফলেই বাড়ে স্ট্রেসের মাত্রা।

আপনি কি সারাক্ষণ ঝিমিয়ে থাকেন? অল্প পরিশ্রমে ক্লান্ত হয়ে যান? সর্বক্ষণ অবসন্ন লাগলে সতর্ক হোন। হয়তো বেড়েছে কোলেস্টেরলের পরিমাণ।

উল্লিখিত উপসর্গগুলি আপনার শরীরে দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন এবং দেখে নিন কোলেস্টেরলের মাত্রা।

এলডিএল কোলেস্টেরলের বা লো ডেনসিটি লাইপোপ্রোটিন কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পেলে শরীরে ফ্যাটের পরিমাণ বাড়ে।

আমাদের শরীরে ফ্যাটের পরিমাণ বাড়লে ওবিসিটির সমস্যা দেখা যায় যাকে বলে স্থূলতা। এই সমস্যার থেকে একাধিক রোগ হতে পারে আপনার।

কোলেস্টেরলের মাত্রা বাড়লে রক্তচাপের মাত্রাও বাড়তে পারে। তাই সময় থাকতেই সতর্ক হওয়া প্রয়োজন।

যদি আচমকা রক্তচাপ বা ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার সমস্যা লক্ষ্য করেন, তাহলে চিকিৎসকের পরামর্শ নিন এবং নজর দিন কোলেস্টেরলের পরিমাণের দিকে।

কোলেস্টেরলের মাত্রা বাড়লে হৃদযন্ত্রে সমস্যা দেখা দিতে পারে। হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি বাড়তে পারে। হতে পারে হার্টের অন্যান্য সমস্যা।

অনেক সময় আমরা বুকে চিনচিনে ব্যথা অনুভব করি। এই উপসর্গ অবহেলা করবেন না। কোলেস্টেরলের পরিমাণ আমাদের দেহে বাড়লে এই জাতীয় সমস্যা দেখা দিতে পারে।