ধূমপানের বাজে অভ্যেস রয়েছে আপনার? ঠোঁট পুড়িয়েছেন?
ঠোঁটের স্বাভাবিক রং নষ্ট হয়ে গিয়েছে? কালো হয়ে গিয়েছে?
কীভাবে ঘরোয়া উপায় ঠোঁটের রং ফিরিয়ে আনবেন?
চিনি এবং পাতিলেবুর রসের মিশ্রণ ব্যবহার
বিট ঘষে তার রস ঠোঁটে লাগাতে পারেন কালো ঠোঁটে
গ্লিসারিন ও পাতিলেবু একসঙ্গে মিশিয়ে ঠোঁটে লাগিয়ে রাখুন
ঠোঁটে ভেসলিন মাখিয়ে ব্রাশ দিয়ে ধীরে ধীরে পরিষ্কার করুন
সিগারেট পান করা ধীরে ধীরে কমিয়ে ফেলুন, তাতে স্বাস্থ্যের পক্ষেও ভাল
ধূমপান করার পরে জল দিয়ে পুরো মুখ ভাল করে ধুয়ে নিন
মেয়েরা সিগারেট পান না করলেও অনেক সময় অতিরিক্ত লিপস্টিক ব্যবহারের জন্য তাঁদের ঠোঁট কালো হয়