ভারতীয়দের প্রতিদিন কতটা ক্যালোরি প্রয়োজন ?
abp live

ভারতীয়দের প্রতিদিন কতটা ক্যালোরি প্রয়োজন ?

এই পরিমাণটার সঙ্গে আসলে অনেক কিছুই জড়িয়ে।
abp live

এই পরিমাণটার সঙ্গে আসলে অনেক কিছুই জড়িয়ে।

একাধিক বিষয়ের উপর নির্ভরশীল ক্যালোরি পরিমাণ।
abp live

একাধিক বিষয়ের উপর নির্ভরশীল ক্যালোরি পরিমাণ।

ক্যালোরির সঙ্গে যুক্ত রয়েছে বেসিক মেটাবলিক রেট।
abp live

ক্যালোরির সঙ্গে যুক্ত রয়েছে বেসিক মেটাবলিক রেট।

abp live

বিএমআর হিসেব দেয় দৈনিক কত ক্যালোরি বার্ণ হল।

abp live

পিজিক্যাল অ্যাক্টিভিটি লেভেল অনুযায়ী প্রয়োজন হয়।

abp live

সারাদিনের পরিশ্রমই ঠিক করে দেয় এর হিসেব।

abp live

আরও একটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হল চাহিদা।

abp live

ICMR জানাচ্ছে, ২১০০-২৪০০ ক্যালোরি গ্রহণযোগ্য।

abp live

তবে এই পরিমাণটা স্থানভেদে পার্থক্য রেখে যায়।