Image Source: PIXABAY

Dry Fruits পছন্দ? বহু সময়, বিশেষত, বেড়াতে গেলে নিরাপদ ও স্বাস্থ্যকর খাবার হিসেবে ভরসা থাকে Dry Fruits।

এর প্রত্যেকটিরই স্বাস্থ্যগুণ রয়েছে। কিশমিশও ব্যতিক্রম নয়।

তবে ঘুম থেকে ওঠার পর, খালি পেটে, ড্রাই ফ্রুটস খেতে পারলে তার বিশেষ কিছু সুফল মিলতে পারে।

এক্ষেত্রে জলে ভেজানো কিশমিশের গুণাগুণের কথা প্রায়ই আলোচনা করেন বিশেষজ্ঞরা.

যেমন, কিশমিশ ভেজানো জল পেটের একাধিক সমস্যা কমাতে কার্যকরী।

হাড়ের জোর বাড়াতে চাইলে নিয়মিত ভেজানো কিশমিশ খেতে পারেন, পরামর্শ বিশেষজ্ঞদের।

যদি ওজন নিয়ে কোনও ভাবনা থাকে, সেক্ষেত্রেও কাজ করতে পারে ভেজানো কিশমিশ।

রক্তে আয়রনের মাত্রা কম? তাহলে খালি পেটে নিয়মিত ভেজানো কিশমিশ খেয়ে দেখা যেতে পারে।

পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম ও ফাইবার সমৃদ্ধ এই ড্রাই ফ্রুট আরও নানা কাজে দেয়।

তবে কারও কারও ক্ষেত্রে এটি খাওয়ায় নিষেধাজ্ঞা থাকতে পারে। তাই ডাক্তারের সঙ্গে কথা বলে এগোন।