মূলত গরমে এটি শরীরের জলের ভারসাম্য রাখে
জলীয় দ্রবণের সামাঞ্জস্য রেখেই এটি তৈরি হয়।
ডায়রিয়া হলে শরীর থেকে জল নেমে যায়।
তাই সেসময় ওআরএস খেতে বলেন চিকিৎসকরা।
এবার কথা হচ্ছে, সুগার হলে কি ORS খাওয়া উচিত ?
মূলত এতে গ্লুকোজ ও ইলেকট্রোলাইট থাকে।
চিকিৎসকের মতে নির্দিষ্ট পরিমাণে খেলে এটি নিরাপদ।
কতবার ORS খাবেন ? এটি একাধিক ইস্যুর নির্ভর করে।
রোগ বুঝেই চিকিৎসক এর পরিমাণ নির্ধারিত করেন।
তাপপ্রবাহের হাত থেকে রক্ষা পেতে খেতে বলা হয়।