বারবার হওয়া সর্দি-কাশি শরীরে লুকিয়ে থাকা গুরুতর রোগের ইঙ্গিত হতে পারে।

Image Source: pexels

রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হলে সামান্য ভাইরাসও বারবার আক্রমণ করতে পারে।

Image Source: pexels

পোষা প্রাণীর লোম থেকে অ্যালার্জি হলে ঘন ঘন হাঁচি, নাক দিয়ে জল পড়তে পারে।

Image Source: pexels

সাইনাসে প্রদাহ বা সংক্রমণ হলে নাক বন্ধ থাকে।

Image Source: pexels

বারবার গলায় ব্যথা বা ফোলা টনসিলের সমস্যার ইঙ্গিত হতে পারে।

Image Source: pexels

থাইরয়েড হরমোনের ভারসাম্যহীনতায় শরীরের মেটাবলিক ক্রিয়া প্রভাবিত হয়।

Image Source: pexels

ধুলো, ধোঁয়া , দূষণ নাক ও গলাকে প্রভাবিত করে, যার ফলে ঘন ঘন সর্দি হয়।

Image Source: pexels

আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্ক বারবার খেলে সংক্রমণ দ্রুত ছড়ায়।

Image Source: pexels

ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ।

Image Source: pexels

এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি চিকিৎসকের পরামর্শ নিন।

Image Source: pexels