এসির তাপমাত্রা খুব কমালে সমস্যা হবে। বাইরের গরম থেকে এসেই এসি চালাবেন না। এতে শরীরে অ্যালার্জির আশঙ্কা তৈরি হয়। সারা রাত এসি চালালে সমস্যা তৈরি হবে। এসি-র ফিল্টারে জীবাণু বসবাস করে। যা থেকে সংক্রামক রোগ তৈরি হতে পারে। তাই এসির ফিল্টার পরিষ্কার করবেন। সারারাত এসি না চালিয়ে পাখাও চালান। রাতে টানা এসি চললে ত্বক শুষ্ক হয়ে পড়ে। চোখ, কান, নাকের সমস্যা তৈরি হয়।