হাজার বার বকুনি খেয়েছেন বড়দের, কিন্তু তবুও রয়ে গিয়েছে?

নখ খাওয়ার বদ অভ্যেস ছাড়তেই পারছেন না আপনি?

দীর্ঘদিন ধরে নখ খেতে থাকলে মারাত্মক ফল হতে পারে কিন্তু

নেল বেড নষ্ট হয়ে যায়, অর্থাৎ নখের নীচে নরম চামড়ার অস্তরণ তৈরি নাও হতে পারে

নখে ময়লা জমে, নখ খেলে সেই ময়লা পেটে যাবেই

নখ সংলগ্ন চামড়া ও আঙুলের মাথায় ক্ষত তৈরি হতে পারে

নখ খেলে সেখানে চামড়া শিথিল হয়ে যায়

অনেকেই অজান্তেই নখ এমনভাবে কামড়ান যে রক্ত বেরিয়ে আসে মাংস ফেটে

বাচ্চা বয়সেই এই স্বভাব বদলানো উচিৎ, নইলে সমূহ বিপদ

মেয়েদের ক্ষেত্রে এই স্বভাব হাতের সৌন্দর্যেও ব্যাঘাত ঘটায়