পুজোয় স্পাইসি খাবার খেয়ে গলা-বুক জ্বলছে ?

এদিকে ভাইফোঁটাতেও ভুরিভোজ অপেক্ষায়

কী করবেন এই অল্প সময়ে, বুঝতে পারছেন না

তাহলে কয়েকটা জিনিস মাথায় রাখলেই হবে।

যেখানেই থাকুন, সেটা হল সময় মেনে খাবার খান।

রাতে মৌরি-মেথি ভিজিয়ে সেই জল সকালে খান।

সকালে হাঁটাহাটি করুন, ২-৩ লিটার জল খান।

চা খাওয়ার সময় তাতে আদা মিশিয়ে নিন।

জিরে ভেজানো জলও খেতে পারেন রোজ।

এতেও সমস্যা না মেটে চিকিৎসকের কাছে যান।