ওটস আর ডালিয়াতেও ফাইবার ভরপুর থাকে।

Image Source: FREEPIK

প্রতিদিন সকালে খালি পেটে খেজুর খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারি।

Image Source: FREEPIK

পেঁপেতে বিদ্যমান পেপেইন এনজাইম প্রোটিন ভাঙতে সাহায্য করে।

Image Source: FREEPIK

অ্যাসিডিটি ও বদহজমের মতো সমস্যা দূর হয়।

Image Source: FREEPIK

এতে ওমেগা থ্রি, ফাইবার, জিঙ্ক,পটাশিয়ামের পরিমাণ বেশি থাকে।

Image Source: FREEPIK

এটা শরীরে শক্তি, অ্যান্টিঅক্সিডেন্ট এবং পুষ্টি বাড়ায়।

Image Source: FREEPIK

শরীরে রক্তের অভাব থাকলে কিসমিসের সঙ্গে খান।

Image Source: FREEPIK

এগুলো খেলে অ্যাসিডিটি বা ব্লোটিং এর সমস্যা হয় না।

Image Source: FREEPIK

ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ।

Image Source: FREEPIK

এটি মেনে চলার আগে সরাসরি চিকিৎসকের পরামর্শ নিন।

Image Source: FREEPIK