রক্তচাপ হঠাৎ বাড়লে এই কাজগুলো করুন

Published by: ABP Ananda
Image Source: freepik

আজকালকার অস্বাস্থ্যকর জীবনযাত্রা নানা গুরুতর রোগের কারণ হচ্ছে।

Image Source: freepik

উচ্চ বা নিম্ন রক্তচাপও এদের মধ্যে একটি।

Image Source: freepik

যদি কোনো ব্যক্তির ব্লাড প্রেসার হঠাৎ বেড়ে যায় তবে কিছু কাজ তৎক্ষণাৎ করা উচিত

Image Source: freepik

তাকে প্রথমে হাওয়ায় বসান এবং গভীর শ্বাস নিতে বলুন

Image Source: freepik

এর পরে স্বাভাবিক তাপমাত্রার জল দিন এবং অল্প অল্প করে চুমুক দিয়ে পান করতে বলুন

Image Source: freepik

এইটা করলে রোগীর তৎক্ষণাৎ আরাম মিলতে পারে

Image Source: freepik

যদি হঠাৎ করে বাড়িতে রক্তচাপ বেড়ে যায় তবে রোগীকে লেবুর জল পান করতে দিন

Image Source: freepik

যদিও মনে রাখবেন যে এই পানিতে নুন বা চিনি দেবেন না

Image Source: freepik

এজন্য ১-২ গ্লাস জল পান করানো ভালো হবে।

Image Source: freepik