গোলাপের পাপড়ি মেশানো জল খেলে আমাদের জন্য খুবই উপকারী।

Image Source: abplive ai

এতে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ও খনিজ পদার্থ উপস্থিত থাকে।

Image Source: abplive ai

গোলাপের পাপড়ি মেশানো জল পান করলে হজম ক্ষমতা বাড়ে।

Image Source: abplive ai

এছাড়াও গোলাপ জলে অ্যান্টি-অ্যাংজাইটি বৈশিষ্ট্য রয়েছে।

Image Source: abplive ai

যা আমাদের অশান্ত মনকে, শান্ত করে দেয়।

Image Source: abplive ai

এই জল পান করলে ত্বক ময়েশ্চারাইজড থাকে।

Image Source: abplive ai

গোলাপের পাপড়ি মেশানো জল ত্বকের উজ্জ্বলতা বাড়ায়।

Image Source: abplive ai

বলিরেখা কমাতেও সাহায্য করে গোলাপের পাপড়ি মেশানো জল।

Image Source: abplive ai

ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ।

Image Source: abplive ai

এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি চিকিৎসকের পরামর্শ নিন।

Image Source: abplive ai