বাঁ হাতের হঠাৎ বা সবসময় ব্যথা হার্ট অ্যাটাকের লক্ষণ।

Image Source: FREEPIK

কাঁধের ব্যথা বুক থেকে ছড়িয়ে পড়লে হার্ট অ্যাটাকের লক্ষণ।

Image Source: FREEPIK

শ্বাসপ্রশ্বাস সংক্রান্ত সমস্যা বা ক্লান্তিবোধও হৃদরোগের ইঙ্গিত।

Image Source: FREEPIK

মূর্ছা যাওয়া বা হঠাৎ মাথা ঘোরা এই রোগের লক্ষণ।

Image Source: FREEPIK

হৃদরোগে আক্রান্ত হলে রক্ত প্রবাহ বন্ধ হয়ে মাথা ঘোরাতে পারে।

Image Source: FREEPIK

পায়ের আঙুলে ফোলাও হৃদরোগের লক্ষণ হতে পারে।

Image Source: FREEPIK

হজম না হওয়া বা জ্বালা করার মতো লক্ষণ দেখা যায়।

Image Source: FREEPIK

শ্বাসকষ্টে ঘুম ভেঙে গেলে হার্ট অ্যাটাকের লক্ষণ হতে পারে।

Image Source: FREEPIK

ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ।

Image Source: FREEPIK

এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি চিকিৎসকের পরামর্শ নিন।

Image Source: FREEPIK