ওজন কমাতে লাইফস্টাইলে পরিবর্তন আনা খুবই জরুরি।

Published by: ABP Ananda

রাতের খাবারের পর হাঁটা শরীরের অতিরিক্ত ক্যালোরি পোড়াতে সাহায্য করে।

Published by: ABP Ananda

হাঁটলে মেটাবলিজম বাড়ে, যা ওজন কমাতে সাহায্য করে।

Published by: ABP Ananda

খাওয়ার পরে হার্বাল চা বা গ্রিন টি পান করলে হজম ক্ষমতা উন্নত হয়।

Published by: ABP Ananda

সবুজ চা পান করলে গভীর রাতে খাওয়ার প্রবণতা কমে যায়।

Published by: ABP Ananda

ওজন কমাতে রোজ রাতে ৭ থেকে ৮ ঘণ্টা পর্যাপ্ত ঘুম নেওয়া অপরিহার্য।

Published by: ABP Ananda

কম ঘুমোলে হরমোনের ভারসাম্যহীনতা দেখা দেয়, যার ফলে বেশি খিদে লাগে।

Published by: ABP Ananda

ওজন নিয়ন্ত্রণ করতে মানসিক চাপ বা টেনশন কমাতে হবে।

Published by: ABP Ananda

মানসিক চাপের কারণে মানুষ বেশি অস্বাস্থ্যকর খাবার খায়, যার ফলে ওজন বাড়ে।

Published by: ABP Ananda

ধ্যান এবং গভীর শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে মানসিক চাপ কমিয়ে ওজন নিয়ন্ত্রণে রাখা যেতে পারে।

Published by: ABP Ananda