সকালে ঘুম থেকে উঠেই চোখের নিচে ফোলাভাব।

Image Source: freepik

কিংবা আচমকাই ফুলে যাবে মুখ, কখন ভারী দেখাবে।

Image Source: freepik

এমনটা হলে শরীরে জল জমার ইঙ্গিত দেয়।

Image Source: freepik

যা কিডনির দুর্বল হওয়ার প্রাথমিক লক্ষণ।

Image Source: freepik

কিডনি বিকলে শরীরে লোহিত রক্তকণিকার অভাব হয়।

Image Source: freepik

যা থেকে রক্তাল্পতা রোগও দেখা দিতে পারে।

Image Source: freepik

যা ক্লান্তি ও দুর্বলতা বয়ে আনে।

Image Source: freepik

শ্বাসকষ্টও হতে পারে, ফ্যাকাসে হয় মুখ।

Image Source: freepik

ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ।

Image Source: freepik

এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি চিকিৎসকের পরামর্শ নিন।

Image Source: freepik