বর্তমান সময়ে ডায়াবেটিস প্রতি ৩ জনের মধ্যে ২ জনের হচ্ছে।

Image Source: pexels

তবে কিছু খাবার খেলে ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণে থাকে।

Image Source: pexels

প্রতিদিনের খাবারে গোটা শস্য যেমন ব্রাউন রাইস, ওটস রাখতে পারেন।

Image Source: pexels

বার্লি, বাজরা খেলেও ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণে থাকে।

Image Source: pexels

আঁশযুক্ত ফল যেমন নাশপাতি, আপেল, জাম, পেঁপে খাওয়া উচিত।

Image Source: pexels

সবুজ শাকসবজি ও প্রোটিন সমৃদ্ধ খাবার গ্রহণ করাও খুব জরুরি।

Image Source: pexels

এছাড়াও বেশি চিনি সাদা আটা ও ভাজা খাবার খাওয়া এড়িয়ে চলা উচিত।

Image Source: pexels

খাবারে এই সব জিনিস যোগ করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারেন।

Image Source: pexels

ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ।

Image Source: pexels

এটি মেনে চলার আগে চিকিৎসকের পরামর্শ নিন।

Image Source: pexels