শরীরে রক্ত কীভাবে তৈরি হয়?

Published by: ABP Ananda
Image Source: pexels

রক্ত শরীরের একটি গুরুত্বপূর্ণ তরল পদার্থ

Image Source: pexels

রক্ত শরীরের চারপাশে সঞ্চালিত হয় এবং জীবনধারণের জন্য প্রয়োজনীয় কাজ করে

Image Source: pexels

জেনে নেওয়া যাক শরীরে রক্ত ​​তৈরি হয় কীভাবে?

Image Source: pexels

গবেষণায় জানা গিয়েছে, আমাদের শরীরে প্রতি মুহূর্তে রক্তের কোটি কোটি কোষ তৈরি হয়, আবার কোটি কোটি কোষ মারাও যায়

Image Source: pexels

এই কোটি কোটি কোষ অস্থিমজ্জাতে তৈরি হয়

Image Source: pexels

হাড়ের মধ্যে থাকা নরম এবং স্পঞ্জি অংশটি হল অস্থিমজ্জা

Image Source: pexels

হাড়ের মজ্জার এই অংশ থেকেই শরীরের প্রায় ৯৫ শতাংশ রক্ত তৈরি হয়

Image Source: pexels

শ্রোণীচক্রের হাড়, বুকের হাড় এবং মেরুদণ্ডের হাড়ে সবচেয়ে বেশি রক্ত ​​তৈরি হয়

Image Source: pexels

হাড়ের মজ্জার এই স্পঞ্জি অংশে স্টেম সেল থাকে, এই স্টেম সেলগুলি পরিপক্ক হলে বিভিন্ন ধরনের কোষে পরিণত হয়

Image Source: pexels