হাতের তালুর ব্যায়াম চোখের জন্য সেরা বলে মনে করা হয়

Published by: ABP Ananda
Image Source: FREEPIK

এই ব্যায়ামের মাধ্যমে চোখের আরাম হয় এবং পেশী শিথিল হয়।

Published by: ABP Ananda
Image Source: FREEPIK

দুই হাতের তালু ঘষে সামান্য গরম করুন এবং বন্ধ চোখের উপর রাখুন

Published by: ABP Ananda
Image Source: FREEPIK

এছাড়াও, প্রতি ৩০ সেকেন্ডে দ্রুত ১০ বার চোখের পাতা ফেলুন, একে ব্লিংকিং বলে।

Published by: ABP Ananda
Image Source: FREEPIK

আই বল মুভমেন্ট চোখের জন্য সেরা। এতে চোখকে উপর, নিচে, ডানে, বামে এবং গোল করে ঘোরালে তাদের পেশী সক্রিয় থাকে।

Published by: ABP Ananda
Image Source: FREEPIK

ঠান্ডা জল দিয়ে দিনে দু'বার চোখে ঝাপটা দিন

Published by: ABP Ananda
Image Source: FREEPIK

অনুলোম-বিলোম-এর মতো যোগাভ্যাসও চোখের জন্য উপকারী।

Published by: ABP Ananda
Image Source: FREEPIK

চোখের আরামের জন্য বেশি জল খাওয়াও সঠিক বলে মনে করা হয়

Published by: ABP Ananda
Image Source: FREEPIK

এমন পুষ্টিকর খাবার খান যাতে ভিটামিন এ, সি, ই পর্যাপ্ত পরিমাণে থাকে

Published by: ABP Ananda
Image Source: FREEPIK

স্ক্রিন ব্যবহারের সময় ২০ মিনিটে ২০ সেকেন্ডের জন্য 20 ফুট দূরের কোনো জিনিসের দিকে মনোযোগ দিন

Published by: ABP Ananda
Image Source: FREEPIK