দাঁতের মাড়িতে আলসার হলে, প্রবল ব্যথা হলে তা ক্যান্সারের লক্ষণ
মাড়ির রঙ পরিবর্তন হতে পারে, প্রায়শই লাল, সাদা বা গাঢ় দেখা যায়
মাড়ি বা মুখে দীর্ঘস্থায়ী ব্যথা বা অস্বস্তির অনুভূতি
মাড়িতে অস্বাভাবিক পিণ্ড বা ফোলাভাব দেখা দিলে তা ক্য়ান্সারের লক্ষণ
চিবানো, গিলতে বা চোয়াল নাড়াতে অসুবিধা হচ্ছে? সতর্ক হন দ্রুত
মাড়ি থেকে দাঁত আলগা হয়ে যাচ্ছে, তাহলেও ক্যান্সারের লক্ষণ
দাঁতে অসহ্য ব্যথা, রং পরিবর্তন হচ্ছে ক্রমাগত
মাড়িতে লাল বা সাদা রঙের অসাড় ঘা দেখা যায়