শীতকালে শ্বাস নিতে কেন কষ্ট হয় ?

Published by: ABP Ananda
Image Source: pexels

শীতকাল শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আমরা বিভিন্ন ধরনের সমস্যা অনুভব করি।

Image Source: pexels

কিছু মানুষের বেশি ঠান্ডা লাগে, আবার কিছু মানুষ অসুস্থ হয়েই পরে।

Image Source: pexels

আপনাকে কি জানা আছে শীতকালে মানুষের শ্বাস নিতে কষ্ট হয় কেন

Image Source: pexels

এর অনেক কারণ থাকতে পারে। যার মধ্যে একটি হল বাতাসে আর্দ্রতার অভাব।

Image Source: pexels

শীতকালে শ্বাসকষ্টের সমস্যা, যেমন ফ্লু এবং সর্দি হওয়ার একটি কারণ হতে পারে।

Image Source: pexels

বাতাসে দূষণের কারণে শ্বাস নিতে কষ্ট হয়।

Image Source: pexels

এই দূষণের কারণে ফুসফুসে জ্বালা ও গলায় খসখসে ভাবও হয়।

Image Source: pexels

শ্বাসকষ্টে ভুগছেন এমন ব্যক্তিদের নিজেদের সুরক্ষার জন্য মাস্ক পরা উচিত।

Image Source: pexels

শীতকালে শরীরে কফ উৎপন্ন হওয়ার কারণে শ্বাস নিতে কষ্ট হতে পারে

Image Source: pexels