Image Source: Pexels

অনেক সময়েই আমাদের মন খারাপ থাকে। একটু অল্পেই আমরা উত্তেজিত হয়ে যাই। অকারণ খিটখিট করতে থাকি।

Image Source: Pexels

এইরকম মন খারাপের সময় মন-মেজাজ ভাল রাখতে চাইলে বেশ কয়েকটি খাবার খেয়ে দেখতে পারেন।

Image Source: Pexels

ডার্ক চকোলেট- এমনিতে চকোলেট খেলেই মন ভাল হয়। তবে স্বাস্থ্যের দিকে নজর রাখতে হলে ডার্ক চকোলেট খান।

Image Source: Pexels

ডার্ক চকোলেটে রয়েছে আরও অনেক গুণ। অ্যাসিডিটির সমস্যা কমাতেও সাহায্য করে এই ডার্ক চকোলেট।

Image Source: Pexels

ওটস- জলখাবারে অনেকের মেনুতেই থাকে ওটমিল বা ওটস। এই খাবারও আপনার মন ভাল রাখতে সাহায্য করে।

Image Source: Pexels

মেদ ঝরানোর পাশাপাশি অনেকক্ষণ পেট ভরিয়ে রাখার ক্ষেত্রে ওটমিলের জুড়ি মেলা ভার।

Image Source: Pexels

বিভিন্ন ধরনের বাদাম এবং বীজ অর্থাৎ Nuts and Seeds খেতে পারেন মন ভাল রাখার জন্য।

Image Source: Pexels

এইসব Nuts and Seeds-এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, যা স্বাস্থ্যের পক্ষেও ভাল।

Image Source: Pexels

কলা খেলেও আপনার মন-মেজাজ ভাল থাকবে বলে জানান দিচ্ছে বিভিন্ন গবেষণা সমীক্ষা।

Image Source: Pexels

কলার মধ্যে রয়েছে ভরপুর ভিটামিন বি৬ যা Feel-Good হরমোনের ক্ষরণে সাহায্য করে। ফলে ভাল থাকে মন-মেজাজ।