Image Source: PIXABAY

লেখাপড়া হোক বা কর্মক্ষেত্র, যা দেখছি বা শুনছি, 'মনে রাখা' বড় জরুরি।

কিন্তু বহু সময়ই দেখা যায়, অনেক চেষ্টা করলেও স্মৃতি বিশ্বাসঘাতকতা করছে। কী করণীয়?

মন নিয়ে যাঁদের চর্চা, তাঁদের অনেকেরই পরামর্শ এসব ক্ষেত্রে স্মৃতিশক্তির ধার বাড়াতে কিছু খেলা কাজে দিতে পারে।

প্রথমেই 'সুদোকু'। কেউ মনে করেন, 'শর্ট টার্ম মেমরি'-র পাশাপাশি এটি লজিক্যাল রিজনিং শক্তিশালী করতেও সাহায্য করে।

এবার আসা যাক 'কার্ড রিকল'-এ। এটি ভার্চুয়ালিও খেলা যেতে পারে।

স্মৃতির পাশাপাশি মনোযোগ বাড়াতেও দারুণ কাজে দেয় এই খেলা।

ক্রসওয়ার্ড পাজেলের ভক্ত? সেক্ষেত্রে অজান্তেই স্মৃতির গোড়ায় শান দেওয়ার প্রক্রিয়া শুরু করে দিয়েছেন।

সঙ্গে আপনার শব্দের ভাণ্ডারও বাড়বে এই খেলায়। আর যদি দাবা খেলায় আগ্রহ থাকে?

তা হলে তো কথাই নেই। একসঙ্গে অনেকগুলি ভাল দিক রয়েছে এই খেলার।

তবে স্মৃতি সংক্রান্ত সমস্যা সমাধানে বিশেষজ্ঞরা নির্দিষ্ট কৌশলের কথা বলতে পারেন। সুতরাং প্রয়োজন বুঝে তাঁদের কাছে যান।