Image Source: Pexels/Pixabay/PTI

দেশের একটি বড় অংশে মার্চ থেকেই তাপপ্রবাহের ইঙ্গিত দেওয়া হয়েছে।

Image Source: Pexels/Pixabay/PTI

তাপপ্রবাহ শরীরে মারাত্মক প্রভাব ফেলে। একাধিক সমস্যার মুখোমুখি হতে পারি আমরা।

Image Source: Pexels/Pixabay/PTI

ডিহাইড্রেশন, Heat Cramps, অতিরিক্ত তাপের কারণে ক্লান্তি, হিট স্ট্রোকের মতো সমস্যা দেখা যায়।

Image Source: Pexels/Pixabay/PTI

পর্যাপ্ত পরিমাণে জল পান করার দিকে নজর রাখতে হবে। জলে সামান্য নুন-চিনি মিশিয়ে রাখতে পারেন।

Image Source: Pexels/Pixabay/PTI

ছাতুর সরবত লু রুখতে অত্যন্ত কার্যকরী। ডাবের জল, বাটারমিল্ক প্রয়োজন

Image Source: Pexels/Pixabay/PTI

ক্যাফেইন রয়েছে এমন পানীয় বাদ রাখলেই ভাল হয়। কারণ ক্যাফেইন-যুক্ত পানীয় ডিহাইড্রেশন করায়।

Image Source: Pexels/Pixabay/PTI

শসা, তরমুজ, টম্যাটো, জামরুলের মতো ফল বেশি করে খেতে হবে।

Image Source: Pexels/Pixabay/PTI

পানীয়ে পুদিনা পাতা দিন, ফ্রেশ অনুভব করবেন।

Image Source: Pexels/Pixabay/PTI

জিরে ভেজানো জল রাখতে পারেন ডায়েটে। পেট ঠান্ডা থাকবে। সঙ্গে থাকুক দই।

Image Source: Pexels/Pixabay/PTI

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় ডায়েটের জন্য বিশেষজ্ঞের সঙ্গে কথা বলুন