বাজারে জুড়ে এখন শুধু ইলিশ আর ইলিশ,
ABP Ananda

বাজারে জুড়ে এখন শুধু ইলিশ আর ইলিশ, তাই এখন অন্য মাছ খাবেন কেন

ইলিশ মাছ দিয়ে কত রকমের মুখরোচক পদ বানানো যায়,
ABP Ananda

ইলিশ মাছ দিয়ে কত রকমের মুখরোচক পদ বানানো যায়, ইলিশ ভাপা, ইলিশের ঝাল, ইলিশ মাছের কোর্মা,

ইলিশ মাছের কালো জিরা ফোড়নের পাতলা ঝোল,
ABP Ananda

ইলিশ মাছের কালো জিরা ফোড়নের পাতলা ঝোল, নাম শুনেই তো জিভে জল এসে গেল?

আজ শিখে নেওয়া যাক দুর্দান্ত স্বাদের মালাই ইলিশ

আজ শিখে নেওয়া যাক দুর্দান্ত স্বাদের মালাই ইলিশ বানানোর সহজ পদ্ধতি

মালাই ইলিশ তৈরি করতে যে যে উপকরণগুলো লাগবে, নুন আর হলুদ মাখানো ইলিশ মাছ

সাদা সরষে ১ কাপ, পোস্ত বাটা ১ কাপ, নারকেলের দুধ ১ কাপ, টক দই ২ চামচ কাঁচা লঙ্কা বাটা, আন্দাজ মতো নুন আর চিনি, সরষের তেল

প্রথমে কড়াইয়ে সরষের তেল গরম করে ইলিশ মাছগুলো হালকা করে ভেজে তুলে রাখুন, এবার মাছ ভাজার সেই তেলেই সমস্ত মশলা দিয়ে কষতে থাকুন

মশলা ভালো করে কষা হলে এর সঙ্গে নুন, হলুদ ও অল্প চিনি দিয়ে নিন, এর পর জল দিয়ে ফুটতে দিন

এরপর জল ফুটে এলে এর মধ্যে ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিন, দু থেকে তিন মিনিট কড়াইয় রেখে, নামিয়ে পরিবেশন করুন

গরম গরম ভাতের সঙ্গে জমে যাবে