ত্বকের পরিচর্যার ক্ষেত্রে স্ক্রাব ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ। ঘরোয়া পদ্ধতিতে স্ক্রাবিং করার জন্য সুগার স্ক্রাব ব্যবহার করতে পারেন। মিহি চিনির গুঁড়ো, সামান্য মধু আর লেবুর রস মিশিয়েই এই স্ক্রাব তৈরি করা যায়। সাদা চিনির পরিবর্তে ব্রাউন সুগার ব্যবহার করতে পারেন সুগার স্ক্রাব তৈরির ক্ষেত্রে। সাধারণ স্ক্রাবের কাজ স্কিন এক্সফোলিয়েশনে সাহায্য করা। অর্থাৎ ত্বকের মরা কোষ ঝরিয়ে দেওয়া। সুগার স্ক্রাব এই স্কিন এক্সফোলিয়েশনের ক্ষেত্রে দারুণ ভাবে সাহায্য করে। ত্বকে যদি ট্যানের ফলে কালচে দাগছোপ পড়ে যায় তা দূর করতেও সাহায্য করে সুগার স্ক্রাব। এছাড়াও ত্বকের বিভিন্ন কালচে দাগছোপ দূর হয় সুগার স্ক্রাব ব্যবহারের মাধ্যমে। আপনার ত্বক আর্দ্র রাখতে এবং বলিরেখা দূর করতে অ্যান্টি-এজিং উপকরণ হিসেবেও কাজ করে সুগার স্ক্রাব। শুধু মুখে নয় আপনি বডি স্ক্রাবিংয়ের ক্ষেত্রেও সুগার স্ক্রাব ব্যবহার করতে পারেন।