প্রতিবছর ১৩ অগাস্ট পালিত হয় অঙ্গদান দিবস তথা ওয়ার্ল্ড অর্গান ডোনেশন ডে। ১৯৫৪ সালে প্রথম অঙ্গদানের প্রক্রিয়া ঘটেছিল। মার্কিন যুক্তরাষ্ট্রে। ১৯৯০ সালে জোসেফ মেরি চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেয়েছিলেন সফল জোড়া কিডনি প্রতিস্থাপন করে। ভারতে যদিও অঙ্গ প্রতিস্থাপনের জন্য অন্য একটি দিন উপযাপন করা হয়। সেটি ২৭ নভেম্বর। লিভার, কিডনি, হৃৎপিণ্ড, ফুসফুস সহ দেহের একাধিক অঙ্গ প্রতিস্থাপন করা যায়। দুর্ঘটনা বা শারীরিক কোনও সমস্যার কারণে গোটা বিশ্বজুড়ে একাধিক প্রাণ শুধু নষ্ট হয় কোনও অঙ্গের সমস্যার জেরে। আবার মৃত বা ব্রেন ডেথ হওয়া অনেকেরই অঙ্গ তাঁদের সঙ্গেই পুড়িয়ে বা কবর দিয়ে দেওয়া হয়। অঙ্গদানের অঙ্গীকার করা থাকলে এরকম হাজারো প্রাণ বাঁচানো সম্ভব। চিকিৎসকরা তাই সুস্থ-সবল মানুষদের অঙ্গদানের অঙ্গীকারে উৎসাহিত করার চেষ্টা করেন হাজারো প্রাণ বাঁচানোর স্বার্থে। এইচআইভি, ক্যানসার সহ একাধিক জটিল রোগে আক্রান্তরা ছাড়া প্রায় সকলেই অঙ্গদানের অঙ্গীকার করতে পারেন।