আজ হিমা দাসের জন্মদিন ২৩ বছরে পা দিলেন অসমের এই স্প্রিন্টার দেশের প্রথম অ্যাথলিট হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ট্র্যাক ইভেন্টে সোনা জয় ২০১৮ সালের অনূর্ধ্ব ২০ জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জয় এশিয়ান গেমসেও মহিলাদের ৪০০ মিটারে রুপো জিতেছেন ২০১৯ সালে মাত্র ২ মাসের ব্যবধানে ৭টি সোনা জিতেছিলেন হিমা ২০১৮ আইএএএফ অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপে ৪০০ মিটার ইভেন্টে সোনা জিতেছিলেন ২০১৮ সালের ২৫ সেপ্টেম্বর হিমা দাস অর্জুন অ্যাওয়ার্ড সম্মানে সম্মানিত হয়েছিলেন গত বছর ১০০ মিটার ক্যাটাগরিতে হিমা আন্তঃ রাজ্য চ্যাম্পিয়নশিপে নিজের সেরাটা দিয়েছিলেন ২০০০ সালের ৯ জানুয়ারি অসমের নগাঁও জেলার ধিং গ্রামে জন্ম হিমার