শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে তিনি হতে পারতেন ক্যাপ্টেন রোহিত শর্মার প্রধান পেস অস্ত্র কিন্তু তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ থেকে ছিটকে গেলেন ডানহাতি পেসার ওয়ান ডে সিরিজ থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা তিনি এখনও পুরো ম্যাচ ফিট নন তাঁর পুরো ম্যাচ ফিট হতে আরও সময় লাগবে বলেও জানানো হয়েছে বোর্ডের তরফে বোর্ড থেকে এ-ও জানানো হয়েছে যে, বুমরাকে নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই সতর্কতামূলক পদক্ষেপ হিসাবেই তাঁকে আরও কয়েকদিন বিশ্রামে থাকতে বলা হচ্ছে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে বুমরার পরিবর্ত হিসাবে কাউকে দলে রাখা হয়নি বুমরা দেশের জার্সিতে শেষ ওয়ান ডে খেলেছেন লর্ডসে। গত বছরের ১৪ জুলাই তারপর প্রায় ৪ মাস কেটে গিয়েছে। মাঠের বাইরে বুমরা