কেমন আছেন ঋষভ পন্থ? গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম জাতীয় দলের উইকেটকিপার তাঁকে নিয়ে উদ্বিগ্ন দেশের ক্রিকেট মহল দেহরাদূনের থেকে এয়ার অ্যাম্বুল্যান্সে করে পন্থকে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে মুম্বইয়ে সেখানে কোকিলাবেন হাসপাতালে ডক্টর পড়দিওয়ালার নেতৃত্বে গঠিত হয়েছে মেডিক্যাল বোর্ড ভক্ত ও সমর্থকদের জন্য খুব একটা স্বস্তির খবর পাওয়া যাচ্ছে না পন্থের ডান পায়ের হাঁটু ও গোড়ালি এখনও বেশ ফুলে রয়েছে এখনও তাঁর হাঁটু ও গোড়ালির এমআরআই স্ক্যান করা যায়নি জোড়া অস্ত্রোপচার হতে পারে পন্থের আইপিএল তো বটেই, এশিয়া কাপ ও ওয়ান ডে বিশ্বকাপেও হয়তো নেই তিনি