শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের চিড়িয়াখানা কাহিনির অবলম্বনে তৈরি হচ্ছে ব্যোমকেশ ও পিঁজরাপোল। মুখ্যভূমিকায় অনির্বাণ ভট্টাচার্য্য়, পরিচালনায় সুদীপ্ত রায়।

দিতিপ্রিয়া রায় ও সন্দীপ্তা সেন এবার পুজোতেই নিয়ে আসছে নতুন ওয়েব সিরিজ, বোধন। পরিচালনায় অদিতি রায়।

'কারাগার ২'-এর অপেক্ষায় মুখিয়ে রয়েছেন দর্শকেরা। 'হইচই' তে আগামী বছর মুক্তি পাবে দ্বিতীয় পর্ব, মুখ্যভূমিকায় চঞ্চল চৌধুরী।

হোস্টেলের জীবনযাপনের নস্ট্যালজিয়া নিয়ে তৈরি হচ্ছে 'হোস্টেল ডেজ'। মুখ্যভূমিকায় অনিন্দ্য সেনগুপ্ত, রোহন ভট্টাচার্য্য ও অর্পণ ঘোষাল।

মন্টু পাইলটের নতুন সিজন নিয়ে ফিরছেন সৌরভ দাস। দেবালয় ভট্টাচার্য্যের পরিচালনায় তৈরি হবে এই সিরিজ।

আশফাক নিপুণের 'মহানগর' সিরিজের অন্তিম পর্বও মুক্তি পাবে আগামী বছর।