মিস্টার কলকেতা সিরিজে প্রথম জুটি বাঁধছেন ঋত্বিক চক্রবর্তী ও রাজনন্দিনী পাল। এছাড়াও রাজনন্দিনী ও সোহিনী সরকারের সম্পূর্ণা-র সিক্যুয়াল মুক্তি পাবে আগামীতে।
গোরা ২ নিয়ে আসছেন ঋত্বিক। ইতিমধ্যেই 'হইচই'-তে জনপ্রিয় হয়েছে গোরা। এছাড়া তাঁকে দেখা যাবে মিস্টার কলকেতা সিরিজের মুখ্যভূমিকায়
ফের ফেলুদার গোয়েন্দাগিরি। তবে এবার কাশ্মীরে। সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় আসছে 'ভূস্বর্গ ভয়ঙ্কর'। মুখ্যভূমিকায় টোটা রায়চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী ও কল্পন মিত্র।
২০২৩ সালের প্রথমেই, জানুয়ারিতে মুক্তি পাবে 'ইন্দু ২'। মুখ্যভূমিকায় থাকছেন ইশা। এছাড়া 'হ্যালো'-র সিক্যুয়ালে নতুন গল্প নিয়ে পায়েল সরকারের সঙ্গে দেখা যাবে ইশাকে।
'জাতিস্মর' ওয়েব সিরিজের মুখ্যভূমিকায় দেখা যাবে মধুমিতা সরকারকে। কে এই সিরিজটি পরিচালনা করছেন সেই কথা এখনও পর্যন্ত প্রকাশ করেনি 'হইচই'
ওয়েব সিরিজে হাতেখড়ি রাজ চক্রবর্তীর। তাঁর পরিচালনায় হইচই-তে আসতে চলেছে প্রথম ওয়েব সিরিজ ডি এম মল্লিকা।