দোলযাত্রা ২০২৩। মঙ্গলবার গোটা দেশ মেতেছে রঙের উৎসবে। রঙিন আনন্দে সামিল টলিউড তারকারাও।

গালে হালকা আবির, সাদা পোশাকে দিদি শতরূপার সঙ্গে ছবি পোস্ট করলেন ঋতাভরী চক্রবর্তীও।

রঙিন দিনে রঙিন হলেন গৌরব চট্টোপাধ্যায় ও দেবলীনা কুমার। শেয়ার করলেন ছবি।

সম্প্রতি আংটি বদল করেছেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। দোলের দিন রাতুল মুখোপাধ্যায়ের সঙ্গে শেয়ার করলেন একটি রিল।

একে অপরকে রং মাখিয়ে দিলেন নীল ভট্টাচার্য ও তৃণা সাহা। পোস্ট করলেন ছবি।

দোল উদযাপনে সামিল টলিউডের তারকা দম্পতি গৌরব চক্রবর্তী ও ঋদ্ধিমা ঘোষ।

হলুদ শাড়ি, গোটা মুখে ভর্তি রং। দুই হাতে দুটো মুখোশ নিয়ে পোজ দিলেন সোহিনী সরকার।

দোলের দিন সকাল সকাল ছবি পোস্ট করেন রাহুলও। সঙ্গী ছেলে সহজ ও প্রাক্তন স্ত্রী অভিনেত্রী প্রিয়ঙ্কা সরকার।

রাধাকৃষ্ণের পুজো দিয়ে শুরু, তারপর আবির খেলা। দোলের দিনে ছবি পোস্ট করলেন সোমরাজ মাইতি, আয়ুশি তালুকদার।

সপরিবারে রঙের উৎসবে মাতলেন কোয়েল মল্লিক। বাবা রঞ্জিত মল্লিক, মা, ছেলের সঙ্গে খেললেন রং।