Image Source: PTI

ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসবের মধ্যে একটি হোলি বা দোলযাত্রা।

Image Source: PTI

বিভিন্ন প্রদেশে প্রায় একই সময়ে রঙের উৎসব হয়, তবে নাম ভিন্ন।

Image Source: PTI

ভারতের যে যে উৎসবে বিদেশি পর্যটকদের ঢল নামে তার মধ্যে অন্যতম হোলি।

Image Source: PTI

পুরাণমতে মথুরা ভগবান কৃষ্ণের জন্মস্থান। ফলে সেখানে হোলির মাহাত্ম্য বাকি সবার থেকে আলাদা

Image Source: PTI

সপ্তাহভর হোলি উদযাপন হয় এখানে। সঙ্গে চলে রাসলীলা।

Image Source: PTI

মথুরা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে বৃন্দাবন। এখানকার অন্যতম আকর্ষণ 'লাঠমার হোলি'

Image Source: PTI

বরসানা ও নন্দগাওঁয়ে মূলত এটি হয়। এর সঙ্গে জড়িয়ে রয়েছে রাধা-কৃষ্ণের কাহিনি।

Image Source: PTI

পঞ্জাবের আনন্দপুর সাহিবে 'হোলা মহল্লা' নামে উৎসব ৩ দিন ধরে চলে।

Image Source: PTI

পশ্চিমবঙ্গের বীরভূমের শান্তিনিকেতন দোল উৎসবের জন্য বিখ্যাত। এখানকার বসন্ত পঞ্চমী অন্যতম বড় আকর্ষণ

Image Source: PTI

রাজস্থানের উদয়পুর ও পুষ্কর অন্যতম বিখ্যাত হোলি উৎসবের জন্য।