ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসবের মধ্যে একটি হোলি বা দোলযাত্রা। বিভিন্ন প্রদেশে প্রায় একই সময়ে রঙের উৎসব হয়, তবে নাম ভিন্ন। ভারতের যে যে উৎসবে বিদেশি পর্যটকদের ঢল নামে তার মধ্যে অন্যতম হোলি। পুরাণমতে মথুরা ভগবান কৃষ্ণের জন্মস্থান। ফলে সেখানে হোলির মাহাত্ম্য বাকি সবার থেকে আলাদা সপ্তাহভর হোলি উদযাপন হয় এখানে। সঙ্গে চলে রাসলীলা। মথুরা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে বৃন্দাবন। এখানকার অন্যতম আকর্ষণ 'লাঠমার হোলি' বরসানা ও নন্দগাওঁয়ে মূলত এটি হয়। এর সঙ্গে জড়িয়ে রয়েছে রাধা-কৃষ্ণের কাহিনি। পঞ্জাবের আনন্দপুর সাহিবে 'হোলা মহল্লা' নামে উৎসব ৩ দিন ধরে চলে। পশ্চিমবঙ্গের বীরভূমের শান্তিনিকেতন দোল উৎসবের জন্য বিখ্যাত। এখানকার বসন্ত পঞ্চমী অন্যতম বড় আকর্ষণ রাজস্থানের উদয়পুর ও পুষ্কর অন্যতম বিখ্যাত হোলি উৎসবের জন্য।