Image Source: Pexels, Pixabay

আগে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করতেন, নতুন আইফোন কিনেছেন?

Image Source: Pexels, Pixabay

দুটোর অপারেটিং সফটওয়ার সিস্টেম একেবারে আলাদা। তাহলে ডেটা নেবেন কীভাবে?

Image Source: Pexels, Pixabay

অ্যান্ড্রয়েড ফোন থেকে আইফোনে ডেটা ট্রান্সফার করা আপাতদৃষ্টিতে কঠিন মনে হলেও তেমনটা নয়।

Image Source: Pexels, Pixabay

কিছু কিছু সহজ পদ্ধতিতে সহজেই হয় সেই কাজ।

Image Source: Pexels, Pixabay

প্রথমে দেখে নিতে হবে দুটি ফোনেই ইন্টারনেট কানেকশন রয়েছে কিনা।

Image Source: Pexels, Pixabay

নয়া আইফোন খুলে সেট-আপ -এ ঢুকে প্রথমে 'সেট আপ ম্যানুয়ালি' সিলেক্ট করুন।

Image Source: Pexels, Pixabay

সেখানে দেখা যাবে 'অ্যাপ অ্যান্ড ডেটা' মেনু, সেখানে 'মুভ ডেটা ফ্রম অ্যান্ড্রয়েড' অপশন দেখা যাবে।

Image Source: Pexels, Pixabay

এরই মধ্যে অ্যান্ড্রয়েড ফোনে Move to iOS অ্যাপ নামিয়ে নিতে হবে।

Image Source: Pexels, Pixabay

'মুভ ডেটা ফ্রম অ্যান্ড্রয়েড' ক্লিক করার পরেই আইফোনে একটি কোড দেখাবে, সেটা পুরনো ফোনে দিতে হবে।

Image Source: Pexels, Pixabay

এরপরেই অপশন দেখে Continue ক্লিক করলেই ডেটা ট্রান্সফার শুরু হয়ে যাবে।