আগে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করতেন, নতুন আইফোন কিনেছেন? দুটোর অপারেটিং সফটওয়ার সিস্টেম একেবারে আলাদা। তাহলে ডেটা নেবেন কীভাবে? অ্যান্ড্রয়েড ফোন থেকে আইফোনে ডেটা ট্রান্সফার করা আপাতদৃষ্টিতে কঠিন মনে হলেও তেমনটা নয়। কিছু কিছু সহজ পদ্ধতিতে সহজেই হয় সেই কাজ। প্রথমে দেখে নিতে হবে দুটি ফোনেই ইন্টারনেট কানেকশন রয়েছে কিনা। নয়া আইফোন খুলে সেট-আপ -এ ঢুকে প্রথমে 'সেট আপ ম্যানুয়ালি' সিলেক্ট করুন। সেখানে দেখা যাবে 'অ্যাপ অ্যান্ড ডেটা' মেনু, সেখানে 'মুভ ডেটা ফ্রম অ্যান্ড্রয়েড' অপশন দেখা যাবে। এরই মধ্যে অ্যান্ড্রয়েড ফোনে Move to iOS অ্যাপ নামিয়ে নিতে হবে। 'মুভ ডেটা ফ্রম অ্যান্ড্রয়েড' ক্লিক করার পরেই আইফোনে একটি কোড দেখাবে, সেটা পুরনো ফোনে দিতে হবে। এরপরেই অপশন দেখে Continue ক্লিক করলেই ডেটা ট্রান্সফার শুরু হয়ে যাবে।