চমকে দেওয়ার মতো একঝাঁক ফিচার আনল হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপে এবার থেকে একসঙ্গে ভিডিও কল করা যাবে ৩২ জনে।

একটি গ্রুপে রাখা যাবে ১ হাজার ২৪ জনকে! যে সংখ্যাটা ছিল ২০০।

কোনও ছবিতে রি-অ্যাকশনের সুযোগ আগেই যোগ হয়েছিল

এবার এল ইন-চ্যাট পোল। অর্থাৎ ভোটাভুটির সুযোগ।

অন্যতম গুরুত্বপূর্ণ ফিচার কমিউনিটি যুক্ত হয়েছে।

অফিস হোক বা পরিবারের গ্রুপ, রাখা যাবে এক ছাতার তলায়।

হোয়াটসঅ্যাপে (WhatsApp) পাঠানো যাবে আরও বড় ফাইল।

গ্রুপের অ্যাডমিন মুছতে পারবেন যে কোনও মেসেজ।

মেটা সিইও মার্ক জুকেরবার্গ করলেন ঘোষণা।