ছবির প্রচার, নতুন সিরিজের শ্যুটিং, সব মিলিয়ে কার্যত দম ফেলার ফুরসত নেই অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ের ১০ অগাস্ট ২০ বছরে পা রাখলেন ছোটপর্দার সেই 'রানি রাসমণি'। এখন তাঁর অনেক কাজ, অনেক চরিত্র, অনেক অভিনয়.. সবই তিনি ফুটিয়ে তুলেছেন সমান দক্ষতায় আর সমান সারল্যে। জন্মদিন বলে কাজের ফাঁকেই ছোট্ট ছুটি নিয়ে দিতিপ্রিয়া পাড়ি দিয়েছেন বিশাখাপত্তনম। রাত ১২টার পর কেকে, বেলুনে দিতিপ্রিয়াকে অবাক করেছিলেন পরিবারের সবাই। ছুটি কাটাতে যাওয়ার আগে একটু অন্যভাবে নিজের জন্মদিন পালন করে গিয়েছিলেন দিতিপ্রিয়া। তবে সেই জন্মদিনে তাঁর সঙ্গী হয়েছিল একগুচ্ছ কচিকাঁচারা। তাদের ঠিকানা ফুটপাত। একরত্তিদের সঙ্গেই কেকে ছুরি বসালেন দিতিপ্রিয়া। সবার মুখে তুলে দিলেন কেকে। ছিল জমজমাট খাওয়ার আয়োজনও। খুদেদের সেই প্রাণখোলা হাসিই দিতিপ্রিয়ার জন্মদিনের সেরা উপহার। কুড়ি লেখা সেই বেলুন, আলো, কেক.. আর সাদা পোশাক নীল ডেনিমে 'বার্থ ডে গার্ল'-এর উচ্ছাসের সেই ভিডিও জ্বলজ্বল করছে দিতিপ্রিয়ার সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্টে।