প্রিয়জনের এক ভুলের কারণে ভুগতে হতে পারে পুরো পরিবারকে। অনেক সময় আপনজনের মৃত্যুতে দিশেহারা অবস্থা হয় পরিবারের।

নিজের সম্পদের বিষয়ে পরিজনদের থেকে গোপন রাখেন অনেক বিনিয়োগকারী । সেই ক্ষেত্রে বাড়ির কর্তার আকস্মিক মৃত্যুতে সমস্যার সম্মুখীন হতে হয় নমিনিকে।

সেই ক্ষেত্রে এই উপায়ে পেতে পারেন প্রিয়জনের সম্পদ-সম্পত্তির হদিশ। এই ধরনের ক্ষেত্রে মৃত ব্যক্তির বিনিয়োগ সম্পর্কে তথ্য বের করার কোনও উপায় আছে কি?

এই রকম পরিস্থিতিতি কেবল পরিবারের সদস্যরা বা মৃতের আইনি উত্তরাধিকারীরা যেকোনও নথির বা সম্পদের খোঁজ করতে পারেন।

সেই ক্ষেত্রে তাদের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (CA) বা ট্যাক্স উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করতে হবে।

অন্যথায়, তারা মৃত ব্যক্তির আয়কর রিটার্ন (ITR) বা বার্ষিক তথ্য বিবরণী (AIS)র উপর নির্ভর করতে পারেন

কিন্তু, এগুলোর জন্য সেই ব্যক্তির মোবাইল ফোন ও প্যান ব্যবহার করতে হবে।

পরিবারের এই পরিস্থিতিতে মৃত ব্যক্তির PAN কার্ড তার আইনি উত্তরাধিকারী হিসাবে পুনরায় ইস্যু করার জন্য আবেদন করতে হয়।

আপনি পরিবারের সদস্য হিসাবে মৃত ব্যক্তির প্যান পুনরায় ইস্যু করার জন্য ইনকাম ট্যাক্স কর্তৃপক্ষের হস্তক্ষেপ চাইতে পারেন।

আয়কর বিভাগ যাতে আপনার আর্জি মেনে নেয়, তার জন্য আগেই আদালেতে এই বিষয়ে আবেদন করতে হবে আপনাকে।