ভুয়ো সিম কার্ড দিয়ে নানা অসামাজিক কাজের সংখ্যা বাড়ছে।
ABP Ananda

ভুয়ো সিম কার্ড দিয়ে নানা অসামাজিক কাজের সংখ্যা বাড়ছে।



সাইবার অপরাধী, অনলাইন প্রতারকদের প্রথম পছন্দ ভুয়ো সিম।
ABP Ananda

সাইবার অপরাধী, অনলাইন প্রতারকদের প্রথম পছন্দ ভুয়ো সিম।



এর ব্যবহার বন্ধ করতে বেশ কয়েকটি নিয়ম করেছে টেলিকম মন্ত্রক।
ABP Ananda

এর ব্যবহার বন্ধ করতে বেশ কয়েকটি নিয়ম করেছে টেলিকম মন্ত্রক।



সিম কার্ড ডিলারদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করেছে কেন্দ্র।
ABP Ananda

সিম কার্ড ডিলারদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করেছে কেন্দ্র।



ABP Ananda

গত বছর থেকেই এই নিয়ম জারি করা হয়।



ABP Ananda

একটি নামে সিম রেজিস্ট্রেশনের সংখ্যাও বেঁধে দিয়েছে কেন্দ্র।



ABP Ananda

একই নামে রেজিস্ট্রেশন বলতে একটি আধার কার্ডে রেজিস্ট্রেশনকে বোঝানো হয়।



ABP Ananda

সেই মাফিক এক নামে নয়টি সিম কার্ড রেজিস্টার করা যাবে।



ABP Ananda

নিজের নামে রেজিস্টার করা সিমের সংখ্যা সঞ্চারসাথী পোর্টাল থেকে জানা যাবে।



পোর্টালে নিজের মোবাইল নম্বর দিয়ে ওটিপি সাবমিট করলেই তা দেখাবে।