ভুয়ো সিম কার্ড দিয়ে নানা অসামাজিক কাজের সংখ্যা বাড়ছে।



সাইবার অপরাধী, অনলাইন প্রতারকদের প্রথম পছন্দ ভুয়ো সিম।



এর ব্যবহার বন্ধ করতে বেশ কয়েকটি নিয়ম করেছে টেলিকম মন্ত্রক।



সিম কার্ড ডিলারদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করেছে কেন্দ্র।



গত বছর থেকেই এই নিয়ম জারি করা হয়।



একটি নামে সিম রেজিস্ট্রেশনের সংখ্যাও বেঁধে দিয়েছে কেন্দ্র।



একই নামে রেজিস্ট্রেশন বলতে একটি আধার কার্ডে রেজিস্ট্রেশনকে বোঝানো হয়।



সেই মাফিক এক নামে নয়টি সিম কার্ড রেজিস্টার করা যাবে।



নিজের নামে রেজিস্টার করা সিমের সংখ্যা সঞ্চারসাথী পোর্টাল থেকে জানা যাবে।



পোর্টালে নিজের মোবাইল নম্বর দিয়ে ওটিপি সাবমিট করলেই তা দেখাবে।



Thanks for Reading. UP NEXT

মুদির দোকানেই লুকিয়ে ওজন কমানোর রহস্য !

View next story