টুথপেস্ট ব্যবহার করলে দাঁত হয় ঝকঝকে, দূর হয় একাধিক সমস্যাও



তবে দাঁতের স্বাস্থ্য ছাড়াও প্রতিদিনের জীবনেও টুথপেস্টের ভূমিকা অনেক



জামার উপর হলদে দাগ হলে টুথপেস্ট রেখে ১০ মিনিট রেখে উষ্ণ গরম জলে ধুয়ে ফেলতে হবে



ইস্ত্রি পুড়ে গেলে দাগ হয়, তাতে টুথপেস্ট মাখিয়ে কিছুক্ষণ রেখে ভেজা কাপড় দিয়ে মুছে ফেলতে হবে



মেঝের উপর দাগ দূর করে টুথপেস্ট



কোনও খাবার বা পানীয় পড়ে গিয়ে দাগ হয়ে থাকলে নুন আর টুথপেস্ট মিশিয়ে সংশ্লিষ্ট জায়গায় রেখে দিতে হবে হবে



জুতোয় দাগ তুলে ঝকঝকে করতে পারে টুথপেস্ট



টুথপেস্ট জুতোতে লাগিয়ে কিছুক্ষণ রেখে ভেজা ব্রাশ বা কাপড় দিয়ে মুছে ফেলতে হবে



বাড়িতে থাকা রুপো এবং তামার বাসন পরিষ্কার করতে পারে টুথপেস্ট



একটা কাপড়ে টুথপেস্ট মাখিয়ে বাসন পরিষ্কার করতে হবে, নোংরা কাপড়ে উঠে এলে গরম জল দিয়ে ধুয়ে নিতে হবে



Thanks for Reading. UP NEXT

কী উপহার তোমায় দেব...? 'ভ্যালেন্টাইনস ডে' নিয়ে ভেবেছেন কিছু?

View next story