অনেকে প্রতিদিনই চুল ধুয়ে নেন শ্যাম্পু দিয়ে চুল কত দিন পর পর ধোবেন সেটা নির্ভর করে চুলের ধরনের উপরেও চুলে জমে থাকা ময়লা, চুলের গোড়ায় জমে থাকা অতিরিক্ত তেল দূর করতে শ্যাম্পু ব্যবহার করা জরুরি ওয়েভি বা ঢেউ খেলানো চুল দুই থেকে তিনবার ধুয়ে নিন প্রতি সপ্তাহে যাদের চুল সহজে রুক্ষ ও শুষ্ক হয়ে যায় তারা সপ্তাহে দুই থেকে তিনবার ভেষজ শ্যাম্পু ব্যবহার করে চুল ধুয়ে নিন শ্যাম্পু ব্যবহারের আগে অবশ্যই তেল গরম করে ম্যাসাজ করবেন চুলে যদি প্রতিদিন বাইরে বের হতে হয় তবে দুই দিনে অবশ্যই একবার ধুয়ে নেবেন চুল