জন্ম, বেড়ে ওঠা থেকে পড়াশোনা

শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের জীবন শুরুই হয় বর্ধমান থেকে

পড়েন শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজি-তে

শিলিগুড়ি থেকেই বি-টেক করেন অভিনেত্রী

এরপর যোগ দেন 'আনন্দলোক নায়িকার খোঁজে'-তে

সুযোগ পান প্রভাত রায়ের ছবি 'পিতৃভূমি'তে

যদিও সেই ছবিতে জিতের বোনের চরিত্রে অভিনয় করেন

এরপর সুযোগ পান স্বামী রাজ চক্রবর্তীর ছবিতে

'চ্যালেঞ্জ' ছবিতে দেবের বিপরীতে অভিনয় করেন

বক্স অফিসে দারুণ হিট হয় 'চ্যালেঞ্জ'

'বস', 'রোমিও' কিংবা 'খোকাবাবু'

একের পর এক হিট ছবি করতে থাকেন

দারুণ সাফল্য আসে 'পরিণীতা' ছবি দিয়ে

শুভশ্রীর অভিনয়ের প্রশংসা করেন সমালোচকরাও

ফিল্মফেয়ার থেকে কলাকার পুরস্কার

যদিও 'পিতৃভূমি' প্রথম ছবি নয় শুভশ্রীর

ওড়িয়া ছবি দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ ঘটে তাঁর